গড়াইনিউজ২৪: অনেকদিন আলোচনায় ছিলেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। জানিয়েছিলেন শিগগিরই নতুন গান নিয়ে হাজির হবেন। আর সেই নতুন গানের মিউজিক ভিডিও দিয়ে একেবারে বাজিমাত করে ফেলেছেন জনপ্রিয় এ সঙ্গীত পরিচালক। গত ১ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন গানের মিউজিক ভিডিও। ‘মনের ঠিকানা’ শিরোনামের গানটিতে মডেল শারলিনা হোসাইনের সঙ্গে তার উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এতে হাবিবের উপস্থিতি, গেটআপ আবারও তাকে নিয়ে এসেছে আলোচনায়। ‘মনের ঠিকানা’ ইউটিউবে প্রকাশের পরপরই তা লুফে নিয়েছে হাবিব ভক্তরা। প্রকাশের মাত্র একদিনের মাথায় দুই লাখেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। গানটি লিখেছেন ঋদ্ধি। সুর এবং সঙ্গীতপরিচালনা করেছেন হাবিব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
Kushtia
few clouds
29.8
°
C
29.8
°
29.8
°
74%
4.5kmh
14%
মঙ্গল
34
°
বুধ
33
°
বৃহঃ
34
°
শুক্র
34
°
শনি
33
°