বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের ভিড় বাড়ছে বান্দরবানে!

0
348

বান্দরবান প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: পাহাড়কন্যা খ্যাত বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ভিড় জমিয়েছেন ভ্রমণপ্রিয়রা। সারি সারি সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে যেন মানুষের ঢল নেমেছে। ঈদের টানা ছুটিতে যান্ত্রিক জীবন ও কর্মব্যস্ততা ভুলে প্রকৃতির কোলে অবকাশ যাপন করতে বান্দরবানের নীলগিরি, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, মেঘলা, নীলাচল, দেবতাকুম, নীল দীগন্ত, তমাতুংগি,বগালেক, কেউক্রাডং, রেমাক্রি, নাফাখুম, বড়পাথরসহ পর্যটন স্পটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণা বেড়েছে। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শত শত পর্যটকের সমাগম ঘটেছে নীলাচলে ও মেঘলা পর্যটন স্পটে।

পটুয়াখালী ও চট্টগ্রাম থেকে নীলাচলে ভ্রমণে আসা পর্যটক বশির এবং নন্দন বড়ুয়া জানান, তারা এই প্রথম বান্দরবান ভ্রমণে এসেছেন। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। বৃষ্টি বাধা হলেও অনুভূতি দারুণ লাগছে। নীলাচলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১২০০ পর্যটক এসেছেন বলে জানান টিকিট কাউন্টারের দ্বায়িত্বে থাকা সুমি ত্রিপুরা। মেঘলা পর্যটন কেন্দ্রের কাউন্টারের দ্বায়িত্বে থাকা টিপু জানান, সকাল থেকে বৃষ্টির কারণে তেমন পর্যটক না থাকলেও দুপুর থেকে প্রায় হাজারখানেক পর্যটক এসেছে এই পর্যটন স্পটে। বান্দরবান জিপ মাইক্রোবাস মালিক সমিতির কাউন্টারের দায়িত্বে থাকা কামাল জানান, সকাল থেকে প্রতি গাড়িতে ১৩ জন করে ১২০টি পর্যটকবাহী গাড়ি জেলার বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশ্যে যাত্রা করেছে।