সিনেমাতে আসার কখনোই ইচ্ছে ছিল না: শাহনূর

0
461
দেশের রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর।

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: ১৯৯৬ সালে সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের ৫০ হাজার সুন্দরীদের মধ্যে প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর জীবনের মোড় ঘুরে গেল। তখন থেকেই শুরু।এরপর হঠাৎ করেই সিনেমায় আসা। ছোটবেলায় রেডিওতে ছড়া গান,কবিতা এবং মঞ্চ নাটকে কাজ করেছেন দেশের রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর। দুই যুগ ধরে সক্রিয় রয়েছেন বাংলা চলচ্চিত্রে। ক্যারিয়ার গড়েছেন প্রশ্নহীনভাবে। অফার পেলেই কাজ শুরু করে দেননি, বেছে বেছে গল্প ও ভালো চরিত্র দেখে কাজ হাতে নিয়েছেন।

দেশের রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর।

দর্শকপ্রিয় অভিনেত্রী শাহনূর জানান, সিনেমাতে আসার কখনোই ইচ্ছে ছিল না। আমার পিতা ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক। আমিও চেয়েছিলাম আর্মির চিকিৎসক হবো। অনেক স্যালুট পাবো। কাস্টিং কাউচ নিয়ে চিত্রনায়িকা শাহনূর বলেন, ক্যামেরার সামনে আমরা হয়তো সবাই হাসিমুখে কথা বলি। কিন্তু পিছনে অনেকেই অনেক কিছু বলেন। পরিবারের পক্ষ থেকে কখনোই কোনো বাঁধা আসেনি। আমাদের তো সৈয়দ বংশ,কিন্তু আমার বেলায় কিছু ঘটেনি। শাহনূর আরও বলেন,আমি অনেক ছবিই বাদ দিয়েছি, যেটা আমার মন মতো হয়নি; সেসব ছবিতে অভিনয় করি নাই। মেকআপ রুমে একবার সিনেমার পরিচালক জিল্লুর রহমান হঠাৎ এসে মেকআপ ম্যান বাবুলকে বললেন, শাহনূরের নাকটা কেটে দিও। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। প্রসঙ্গত,শাহনূর ছোটবেলা থেকে ছড়া, গান, নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি প্রায় ৪শ’ নাটক, ধারাবাহিক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রিয় এই অভিনেত্রী।এখন পর্যন্ত শাহনূরের ৭৬ টি ছবি মুক্তি পেয়েছে এবং ছয়টি ছবির কাজ চলছে।এছাড়া অভিনেতা মান্না,শাকিব খান,রিয়াজসহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন।