বিনোদন ডেস্ক, গড়াইনিউজ২৪.কম:: সম্প্রতি ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের বিয়ে, ডিভোর্স, সন্তান প্রকাশ্যে আসার খবরে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। এর মধ্যেই তার পক্ষ নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী ইলোরা গওহর। তিনি বলেছেন, ‘নায়িকাদের দোষ আছে, সুপারস্টারদের বাচ্চা নিতে হবে কেন? শাকিব খানকে ডোবানোর জন্য এসব করা হচ্ছে। তার কোনো দোষ নেই। যে কেউ তার সঙ্গে শুতে পারে। এটা কলকাতায় হরহামেশাই হয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইলোরা গওহরকে এসব মন্তব্য করতে শোনা গেছে।
ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে।’ গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। এরপরই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। দুদিন পর বুবলী জানান, তার সন্তানের বাবা শাকিব খান। এরপর স্বীকৃতি দিয়ে শাকিব জানান, শেহজাদ তার সন্তান।