বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

0
1353

গড়াইনিউজ২৪: বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১-৪০ মিনিটে, ৪০১ জন হজযাত্রী নিয়ে কিং আব্দুল আজিজ ইন্টারন্যশনাল বিমানবন্দরে জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিজি- ১০১১। জেদ্দায় হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করীম, কনসাল হজ মাকসুদুর রহমানসহ সৌদি হজমন্ত্রণালয়ের মহাপরিচালক । এছাড়া কাউন্সিলর মোঃ মোকাম্মেল হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান, বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ওসমান নূর, সোনালী ব্যাঙ্ক প্রতিনিধি সৈয়দ মঞ্জুরুল হক এবং কনস্যুলেট কর্মকর্তাগণসহ সৌদি পদস্থ কর্মকর্তাগণ হজযাত্রীদের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন । প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীগণকে সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে জায়নামাজ ও তসবিহ তুলে দেয়া হয়। উষ্ণ অভ্যর্থনায় হজযাত্রীগণ আনন্দিত হন এবং খুশী মনে উপহার গ্রহণ করেন । বাংলাদেশ হজ মিশন এবং মোয়াল্লেমের লোকজনদের সহায়তায় হজযাত্রীগণ জেদ্দাবিমান বন্দর থেকে বাস যোগে ৭০ কিলোমিটার দূরে পবিত্র মক্কায় পৌঁছবেন । সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর/ ৯ জিলহজ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে । কনসাল হজ মাকসুদুর রহমান জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত সকল হজযাত্রীগণের জন্যে ইতিমধ্যে বাড়িভাড়া হয়েছে এবং হজ পালনের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। হাজীগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম কাজ করবে বলে জানান তিনি।সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর সৌদি আরবে হজ করতে যাবেন এক লাখ এক হাজার ৭৫৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সেই যাত্রীদের বহন করবে। হজ যাত্রী পরিবহনে ৪ আগস্ট ফ্লাইট জেদ্দায় হজ যাত্রী পরিবহন শেষ হবে ৬ সেপ্টেম্বর। আর জেদ্দা থেকে ঢাকায় হাজি ফিরিয়ে আনা শুরু হবে ১৭ সে ।