বিকালে আসছে আফগানিস্তান

0
2029
CAPE TOWN, SOUTH AFRICA - SEPTEMBER 16: England bowling coach Allan Donald looks on during the Twenty20 Cup Super Eights match between England and South Africa at Newlands Cricket Ground on September 16, 2007 in Cape Town, South Africa. (Photo by Tom Shaw/Getty Images)

ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ বিকালে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথমবারের মতো টাইগারদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে আফগানরা। এর আগে আফগানিস্তান দেশ ছেড়েছে গত ৫ সেপ্টেম্বর। আবহাওয়া-পরিবেশের সঙ্গে  খাপ খাওয়ানোর লক্ষ্যে এই দুই সপ্তাহ ভারতে ২৩ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন করেছে দলটি। সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৩ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের জন্য গতকাল মঙ্গলবার ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর বাকী দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। যেগুলো অনুষ্ঠিত হবে মিরপুরে। এছাড়া রিজার্ভ-ডে রাখায় ম্যাচের মাঝে দু দিন করে বিরতি থাকছে।বিসিবি একাদশ: এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ আল আমিন জুনিয়র, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায় চৌধুরী, আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান মিরাজ।