ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: আফগানিস্তান ক্রিকেট দল দুই ভাগে বাংলাদেশে পা রাখবে, জানা গিয়েছিল আগেই। প্রথম বহর এরইমধ্যে পা রেখেছে ঢাকায়। দ্বিতীয় বহরও চলে আসবে কিছুক্ষণ পর। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানিয়েছেন, আফগানিস্তানের ১০ সদস্যের একটি বহর আজ (শনিবার) সকাল ৯টায় এমিরাটসের ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দ্বিতীয় বহর আসবে সকাল সাড়ে এগারটার দিকে। শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে আসার কথা সফরকারী দলের পরের অংশের ক্রিকেটারদের। ঢাকা পৌঁছে দলটি সরাসরি হোটেলে উঠবে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন।
Kushtia
clear sky
22.5
°
C
22.5
°
22.5
°
27%
2.2kmh
0%
রবি
24
°
সোম
25
°
মঙ্গল
24
°
বুধ
26
°
বৃহঃ
26
°