স্পোর্টস ডেস্ক, গড়াইনিউজ২৪.কম:: দেখতে দেখতে কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব প্রায় শেষদিকে চলে এসেছে। এখন থেকে গ্রুপের ম্যাচগুলো হবে একই সময়ে দুটি করে।
আজ (মঙ্গলবার) ইকুয়েডর-সেনেগাল আর নেদারল্যান্ডস-কাতার খেলবে বাংলাদেশ সময় রাত নয়টায়। ইরান-যুক্তরাষ্ট্র আর ওয়েলস-ইংল্যান্ডের ম্যাচ দুটি শুরু হবে রাত একটা থেকে।
ফুটবল বিশ্বকাপ
ইকুয়েডর-সেনেগাল
সরাসরি, রাত ৯টা
নেদারল্যান্ডস-কাতার
সরাসরি, রাত ৯টা
ইরান-যুক্তরাষ্ট্র
সরাসরি, রাত ১টা
ওয়েলস-ইংল্যান্ড
সরাসরি, রাত ১টা
টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি