কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বানিজ্যের অভিযোগ!

0
333

সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের দুলুয়া বাজারে বি.এম মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষক ও তিন জন অফিস স্টাফ নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। সূত্র মতে জানা যায়, আগামী ১০ই এপ্রিল ২০২২ইং তারিখে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা, এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়োগ পরীক্ষার সমস্ত প্রস্তুতী সম্পূর্ণ করেছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের ১/সহকারী প্রধান শিক্ষক ২/অফিস সহকারী ৩/আয়া ৪/ ঝাড়ুদার সহ মোট ৪শুন্যপদ পুরনে জনবল নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়। ১০/৪/২০২২ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা এদিকে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ তাদের সাথে যাদের আর্থিক লেনদেন হয়েছে তাদের নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীদের একজন এই প্রতিবেদককে বলেন, নিয়োগ পরীক্ষা তো নিয়মরক্ষার জন্য হবে, আসল নিয়োগ হবে কমিটির নেতৃবৃন্দের ইচ্ছায়, কমিটির সভাপতি সহ কমিটির নেতৃবৃন্দ যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিবেন। তিনি আরও বলেন আমরা যতদুর জানতে পেরেছি বিদ্যালয়ের শুন্যপদ পুরনের জন্য আর্থিক লেনদেনের মাধ্যমে জনবল ঠিক আছে শুধু মাত্র নিয়মরক্ষার জন্য এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এই বিষয়ে ম্যানেজিং কমিটির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি।

প্রকাশ সময়: বাংলাদেশ সময়: ২৪.০০
গড়াইনিউজ/সেলিম