কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুর্শা ইউনিয়নে বৃষ্টি হলেই ডুবে যায় বিদ্যালয়টি!

0
1754

গড়াইনিউজ২৪.কম:: সকাল সাড়ে নয়টা। স্কুলের ঘণ্টা পড়ে গেছে। প্যান্ট হাঁটুর উপরে তুলে স্যান্ডেল হাতে নিয়ে একহাঁটু পানি মাড়িয়ে কয়েকজন শিশু চলেছে স্কুলে। কোথায় পা ফেলছে? কোন দিকে পা ফেলতে হবে, সেদিকে তাদের খেয়াল নেই। কারণ শ্রেণিকক্ষে সামনের আসনে বসতে হবে। চার গ্রামের শিক্ষার্থীদের একমাত্র স্কুলের চারপাশে পানি! স্কুলের খেলার মাঠ তো কয়েকদিন আগেই তলিয়ে গেছে। এটা বন্যা কবলিত কোন এলাকার স্কুলের দৃশ্য না। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুর্শা ইউনিয়নের নওদাকুর্শা ও বেশিনগর এবং রামনগর গ্রামের একটি মাত্র ‘৬২নং বেশীনগর, নওদাকুর্শা ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর চিত্র। গত কয়েকদিন ধরে হালকা ও ভারী বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রায় পাঠদানের অযোগ্য হয়ে পড়েছে বিদ্যালয়টি। এটি শুধু চলতি বছরের চিত্র নয়, প্রতিবছর বর্ষাকালে একই রকম চিত্র দেখতে হয় বলে জানান স্থানীয়রা। একটু বেশি বৃষ্টি হলেই এই স্কুলের মাঠ ডুবে যায়। বৃষ্টির পানি উঠে যায় স্কুলের ক্লাসরুমে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এরকম হয়। এদিকে, অভিভাবকরা বিদ্যালয়ের মাঠের এ অবস্থা হওয়ায় ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে স্বস্তি পাচ্ছেন না। অভিভাবক আলমগীর হোসেন  বলেন, ‘আমার ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। সে স্কুলের মাঠে পানি থাকায় স্কুলে যেতে চাচ্ছে না। সেই সাথে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এজন্য আমিও চিন্তায় আছি।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক জানান, এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে গেছে। এতে বিদ্যালেয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।তিনি আরও জানান, যদি অতিদ্রুত এ সমস্যার সমাধান না করা হয়, তবে বিদ্যালয়টি ক্লাস করানোর উপযোগী থাকবে না। সেই সাথে দ্রুত ব্যবস্থা না নিলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ ব্যাপারে মিরপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে।’ মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিদ্যালয়টি গত দুইদিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। যতদ্রুত সম্ভব এ জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।