কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক মোঃ জহির রায়হানের যোগদান

0
2199

আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন মো: জহির রায়হান। তিনি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের স্থলাভিষিক্ত হন। নতুন জেলা প্রশাসক মো: জহির রায়হান তার দায়িত্ব বুঝে নিতে গত মঙ্গলবার ঢাকা থেকে কুষ্টিয়া সার্কিট হাউজে পৌছান এবং সেখানে রাত্রি যাপন করেন। ওইদিন শেষ কর্মদিবসে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কর্মব্যস্ত সময় পার করেন। এদিকে মঙ্গলবার রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে বিসিএস এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বিদায়ী এবং নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান করা হয়। সদ্য বিদায়ী জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ২০১২ সালের ২০ নভেম্বর কুষ্টিয়া জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব পদে যোগদান করেছেন। জন প্রশাসন মন্ত্রনালয় থেকে নিয়োগ কার্যকর করায় নবনিযুক্ত জেলা প্রশাসক মো: জহির রায়হান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে সৈয়দ বেলাল হোসেনের স্থলাভিষিক্ত হন। কুমিল্লা জেলার মো: জহির রায়হান ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডার। সাক্ষাতকারে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ জহির রায়হান গড়াইনিউজ২৪.কম কে বলেন, কুষ্টিয়াতে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়া জেলায় যোগদানপূর্বক আপনাদের সেবা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। মাঠ প্রশাসনে দীর্ঘদিন কমর্রত থাকার দরুন আমার কর্তৃক অর্জিত অভিজ্ঞতালব্ধ জ্ঞানের প্রায়োগিক বাস্তবায়নে আমি কুষ্টিয়ার সরকারি সকল দপ্তরের দপ্তরপ্রধানের পাশাপাশি আপামর জনসাধারণের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের মাধ্যমে কুষ্টিয়াবাসীকে জানাতে চাই যে, উন্নয়নের অগ্রযাত্রায় সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে জেলা প্রশাসন কর্তৃক গুণগত মানসম্পন্ন জনবান্ধব সেবা প্রদানে আমি সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রশাসনিক সংস্কার, উন্নত অনুশীলন চর্চা, উন্নতর সেবা প্রদানের দ্বারা সেবা সংস্কৃতি সংক্রান্ত সামগ্রিক অবস্থাকে ঢেলে সাজিয়ে কুষ্টিয়াকে বাংলাদেশের মধ্যে অধিকতর সম্মানজনক অবস্থানে আসীন করতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করব বলে অঙ্গীকার করছি। জেলা প্রশাসক কুষ্টিয়া হিসেবে আজ আমার প্রথম কর্মদিবসে আপনাদের দোয়া ও সহযোগিতাই হোক আমার পথ চলার নিয়ামক শক্তি।