দৌলতপুরে ডিবি পুলিশকে হামলার ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীকে স্থায়ী বহিষ্কার!

0
104

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: দৌলতপুরে ডিবি পুলিশকে হামলার ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীকে স্থায়ী ভবে বহিষ্কার করা হয়েছে। গতকাল ১৬ই জুলাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কার আদেশ দেয়া হয়। সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার এক সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরজু চৌধুরী (তথ্য ও গবেষণা সম্পাদক), খান মোঃ জুবায়ের মাহাতাব জেনন (উপ-মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক), সৈয়দ মাহমুদ কবির সাফিন (উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক) বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখা এবং মোঃ সজল ইসলাম (উপ-দপ্তর সম্পাদক) বাংলাদেশ ছাত্রলীগ, দৌলতপুর উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে, কুষ্টিয়ার দৌলতপুরে আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ভাতিজারা পুলিশ সদস্যদের আটকে রেখে মারধর করেছে। এ কথা জানিয়ে পুলিশ বলছে, এই হামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ৯ জুন দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। ১০ জুন ভোররাতে পুলিশ ওই চারজনকে আটকের পর রাতে এ হামলার ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক দুইটি মামলা করেছে। একটি মামলায় কুষ্টিয়া-১ আসনের এমপির দুই ভাতিজাসহ ১৬ জনকে আসামি করা হয়েছিল।