কুষ্টিয়ায় পশ্চিম মজমপুর যুবসমাজের উদ্যোগে বৃক্ষ রোপন!

0
216

রাব্বী আহমেদ, গড়াইনিউজ২৪.কম:: যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে। গাছ লাগান, পরিবেশ বাচান, এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিম মজমপুর যুব সমাজের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌর এলাকার আলফা মোড় এলাকায় কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কের পার্শ্বে ফলজ ও বনজ গাছ লাগিয়ে এ কর্মসূচীর শুরু হয়।  এ সময় পরিবেশ রক্ষার দাবিতে এগিয়ে আসেন পশ্চিম মজমপুর যুবসমাজের সমন্বয়ক রাব্বী আহমেদ, শরিফুল ইসলাম শরিফ,সুজন,মিনু হোসেন,তুষার, আহমেদ, জাহিদুর রহমান জীবন, তরুণ সমাজ সেবক জানে আলম রিগানের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল চত্বরেও গাছ লাগানো হবে।