কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় র্যাব-১২ এর অভিযানে জেলা কারাগার থেকে পলাতক ডাকাত মোঃ সামিরুল মন্ডল গ্রেফতার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোঃ সামিরুল মন্ডল (৩৫), পিতা- সামসুদ্দিন মন্ডল, সাং-ওসমানপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সামিরুল মন্ডলের বিরুদ্ধে ০৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ০১টি অস্ত্র মামলা, ০১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে।
Kushtia
overcast clouds
26.9
°
C
26.9
°
26.9
°
85%
2kmh
100%
শুক্র
30
°
শনি
31
°
রবি
30
°
সোম
32
°
মঙ্গল
32
°