আর কত কাল চলবে এই আধিপত্যের লড়াইঃ এতে বাদ যায়নি নারী ও শিশু

0
1376

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদী রায়পুরায় ক্ষমতাশালী দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছে। এ ঘটনার সময় দুটি বাড়ীতে আগুন জালিয়ে দেওয়া হয়। ভাংচুর ও লুটপাট করা হয় ২০টি বাড়িতে। বৃহস্পতিবার সকালে আনুমানিক ৮টার ৩০মিনিটের দিকে রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর ও দড়িগাও গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুরা থানার পরিদর্শক মাজহারুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন। গ্রেজতার এরাতে আহত অনেকে ভৈরব, নবীনগর সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে তাদের স্বজনেরা। পুলিশ জানিয়েছেন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম নৌকা মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হয়। নির্বাচনে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হক সরকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজন বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। এতে ঐ ইউনিয়নের বেশ কয়েকজন নিহত ও পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়। এছাড়াও অর্ধ শতাধিক বাড়িতে অগ্নি সংযোগ ও দুই শতাধিক বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আজ সকালে পূর্বের শত্রুতা কেন্দ্র করে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬জন গুলিবিদ্ধ সহ ২০জন আহত। তাৎক্ষণিক খবর পেয়ে রায়পুরা সার্কেলে এ.এস.পি বেলাল হোসেনের নেতৃত্বে নরসিংদী পুলিশ লাইন ও রায়পুরা থানা শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে। এখনো থমথমে বিরাজ পরিস্থিতি বিরাজ গোপিনাথপুর ও দড়িগাঁও এলাকাটি। এ এলাকায় প্রায় সময় টেটা যুদ্ধসহ পুরুষ শূণ্যতা দেখা দেয়। এ সমস্ত ঘটনা দীর্ঘদিন যাবৎ ঘটে আসছে বলে এক সূত্রে জানা যায়। সুতরাং বর্তমানে ক্ষমতাশীল একটি অংশ ক্ষমতা দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে কালো টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহিনী এনে প্রায় সময় এ এলাকাতে হামলা ও বিভ্রান্ত করে। এ এলাকা তীব্র লড়ায় থেকে রক্ষা পাচ্ছে না যুব সমাজসহ মহিলা ও শিশু, বৃদ্ধসহ কেউ। এখনই যদি সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা নেয় তাহলে রক্ষা পাবে সুশীল সমাজ বলে। এখনও নতুন করে সংঘর্ষের আশংকায় আছে ঐ এলাকাটি। অবশেষে নিলক্ষা ইউনিয়নে পরিস্থিতি থমথমে বিরাজ করায় পরিবেশ স্বাভাবিক রাখায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।