ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছে তা জানা যায়নি। কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে সিআইডি পুলিশ। এর চারদিকে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি।
গতকাল রাতে বিএনপির কেন্দ্র কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে কিছু ককটেল ও বাঁশের লাঠি উদ্ধার করা কথা জানায় ডিবি। গ্রেপ্তার করা হয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে।