কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ২৬ নভেম্বর

0
2229

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া প্রেসকাবের নির্বাচন অনুষ্ঠানে কোন বাধা রইল না। আগামী ২৬ নভেম্বর কুষ্টিয়া প্রেসকাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুষ্টিয়া প্রেসকাবের ভুয়া যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে করা জনৈক মাহমুদ হাসানের রিট স্থগিত করে দিয়েছে মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এদিকে এ রায়ের পর কুষ্টিয়ার সর্বস্তুরের সাংবাদিকদের মধ্যে প্রাণ ফিরে এসেছে। জানাগেছে, গত ১৬ নভেম্বর মহামান্য হাইকোর্টে কুষ্টিয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত চেয়ে ভুয়া যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে একটি রিট দায়ের করেন  জনৈক মাহমুদ হাসান নামের এক ব্যক্তি। ২০১৪ সালের নির্বাচনে মাহমুদ হাসান ‘বিপ্লব প্যানেলের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওই নির্বাচন বিপব প্যানেল পরাজিত হয়। সর্বশেষ নির্বাচনে মাহমুদ সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দেন। তারপরেও হাইকোর্টে সব তথ্য গোপন করে জাল কাগজপত্র  তৈরি করে একটি রিট দায়ের করেন। এরপর হাইকোর্ট ৪ সপ্তাহের জন্য নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দেয়। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে কুষ্টিয়া প্রেসকাবের একাধিকবার নির্বাচিত সাধারন সম্পাদক আল মামুন সাগর সুপ্রীম কোর্টের আপিল বিভাগে তথ্য উপাত্ত তুলে ধরে আবেদন করেন। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এ স্থগিতাদেশের ফলে নির্বাচন করতে আর কোন বাধা রইল না। বিবাদি পরে আইনজীবী ছিলেন মহামান্য হাইকোর্টের অন্যতম সিনিয়র আইনজীবি ও আইন বিষয়ক একাধিক গ্রন্থের রচয়িতা অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। তাকে সহায়তা করেন ব্যারিষ্টার শুভ্র চক্রবর্তি ও ব্যারিষ্টার  গৌরব কুমার চাকী। মামলার আইনজীবী ব্যারিষ্টার শুভ্র চক্রবর্তি জানান, আদালতে তারা সব তথ্য উপাত্ত তুলে ধরেন। এরপর আদালতের বিচারক রিট স্থগিত করে দেয়। এখন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আর কোন বাঁধা নেই।’ কুষ্টিয়া প্রেসকাবের সাধারন সম্পাদক আল মামুন সাগর বলেন,‘ কুষ্টিয়া প্রেসকাবের নির্বাচনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে।  প্রেসকাবের গণতান্ত্রিক যাত্রা একটি কুচক্রি মহল রুদ্ধ করতে চেয়েছিল। আল্লাহর রহমতে ও সব সাংবাদিকের প্রচেষ্টায় কাবের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। ২৬ তারিখের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া তিনি বলেন, মাহমুদ কোন কালেই কুষ্টিয়া প্রেসকাবে নির্বাচিত হয়ে আসেনি। ২০১৪ সালেই সে প্রথম সদস্য পদ লাভ করে। ওই নির্বাচনে সে পোলিং এজেন্ট ছিল।’ এদিকে হাইকোর্টর রিট আপিল বিভাগে স্থগিত হওয়ায় জেলার সাংবাদিকদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপন বলেন, আদালত যুগান্তকারি রায় দিয়েছে। এ রায়ের মাধ্যমে কুষ্টিয়া প্রেসকাবের নির্বাচন অনুষ্ঠানে কোন বাঁধা নেই। নির্বাচনে রশীদ-সাগর প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে বলে তিনি জানান। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। উল্লেখ্য, ২০১৪ সালের আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপব পরিষদকে পরাজিত করে মাহবুব-সাগর প্যানেল জয়লাভ করে। সংবিধান অনুযায়ী ২০১৬-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। এ নির্বাচনে রশীদ চৌধুরী-সাগর প্যানেল ছাড়াও বিপ্লব-হালিম প্যানেল অংশ নিচ্ছে। আগামী ২৬ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।