কু‌ষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবী নিহত

0
118

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় বা‌সের ধাক্কায় ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইকে থাকা এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৯ সে‌প্টেম্বর) সকাল ৯টার দিকে উপ‌জেলা মোড় এলাকায় কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন ইজিবাইক চালক।
নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট দা‌বোরা খানম সা‌রিকা (২৯)। তিনি কু‌ষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তি‌নি কু‌ষ্টিয়া শহ‌রের র‌ক্সিগ‌লি এলাকার রিয়াজুল সা‌লেহীনের স্ত্রী।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,উপ‌জেলা মোড় থে‌কে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইক ‌বাম‌দি‌কে ঘু‌রে মহাসড়‌কে ওঠার পর পেছন দিক থে‌কে আসা শ‌্যামলী প‌রিবহ‌নের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় ইজিবাইকের‌ ভেত‌রে থাকা আইনজীবী দা‌বোরা খানম সা‌রিকা ও চালক খাইরুল ইসলাম। এ সময় স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতালে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক সা‌রিকা‌কে মৃত ঘোষণা করেন।
হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন,হাসপাতা‌লে আনার আগেই ওই আইনজীবীর মৃত‌্যু হ‌য়ে‌ছিল। আহত চালক‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

নিহ‌তের স্বজন জুলকার নাইন জানান, সা‌রিকা প্রতিদিনের মতো আদালতে যাচ্ছিলেন। ৬ থে‌কে ৭ মাস আগে তার বি‌য়ে হ‌য়ে‌ছে। হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সহকর্মী আইনজীবীরা।

এ বিষয়ে কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন, যাত্রীবাহী বা‌সের ধাক্কায় একজন আইনজী‌বীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। লাশ হাসপাতাল ম‌র্গে র‌াখা হ‌য়ে‌ছে। আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।