
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় বালিবোঝাই ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নি’হত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের লাহিনী বটতলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম রুপল কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক। সে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে। ছাত্র দলের বেশ কয়েকজন কর্মি জানান, ছাত্রদল নেতা রুপলের দরদ ভরা কন্ঠে জ্বালাময়ী শ্লোগানে মুখরিত হতো কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক। দীর্ঘ পথ অতিক্রম করে বিজয়ের পতাকা হাতে সাথে স্বপ্ন দেখেছিলো আগামীর বাংলাদেশ নিয়ে কিন্ত আজ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় থেমে গেলো ছাত্রদল নেতা প্রিয় রুপলের প্রাণ। তার মৃত্যু ছাত্রদল বিএনপি নেতা কর্মিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।






















