বিনা লাইসেন্সে খাদ্য মজুত করবেন না: খাদ্যমন্ত্রী

0
456
ফাইল ছবি

শারমিন আক্তার সোমা, গড়াইনিউজ ২৪.কম:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি প্রনোদণা পেয়ে চাষিরা প্রচুর খাদ্য উৎপাদন করেছে। এখন অনেকেই সেই খাদ্য মজুত করছেন। বিনা লাইসেন্সে খাদ্য মজুত করবেন না এবং সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করবেন না। তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৪ জুন) সকালে ময়মনসিংহের সিএসডিতে নবনির্মিত অফিস ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য সচিব নাজমানারা খানুম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান উপস্থিত ছিলেন।এরআগে খাদ্যমন্ত্রী পুরাতন খাদ্য গুদাম সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধিনে নির্মানাধীণ বিভিন্ন কাজ পরিদর্শন করেন।