জুভেন্টাসের টিকিট বিক্রিতেও রোনালদো ঝড়!

0
1936
তুরিনে পা রেখেই ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

গড়াইনিউজ২৪.কম:: যা ভাবা হয়েছিল ঠিক তাই। তুরিনে এসেই ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর নাম ও নম্বর লেখা জার্সি প্রথম দিনেই বিকিয়েছে ৫ লাখ। আর ঘরের মাঠে জুভেন্টাসের গোটা মৌসুমের ম্যাচগুলো দেখার টিকিট (সিজন টিকিট) ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই লুফে নিয়েছেন ক্লাবের সদস্যরা। ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মৌসুমে ‘সিজন টিকিট’ধারীদের ৯৫ শতাংশই নবায়ন করেছেন। বাকি ৫ শতাংশ টিকিট ক্লাব সদস্যদের কাছে সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতে বিক্রির জন্য ছাড়া হয়েছিল। তা বিক্রি হতে সময় লেগেছে মাত্র কয়েক ঘণ্টা। গত মৌসুমে টিকিটের দাম বাড়ানো স্বত্বেও এবার তা খুব অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে গেল। সেটি যে রোনালদোর জন্য তা বলাই বাহুল্য। জুভেন্টাসের ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘এ বছর সিজন টিকিটের চাহিদা এতটাই যে সাধারণের জন্য তা আলাদা করে ছাড়া হবে না। মৌসুম শুরু হতে আর মাত্র এক মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে ২৫,৩০০ সিজন টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সঙ্গে ৪ হাজার প্রিমিয়াম (টিকিট) যোগ করলে সিজন টিকিটের (বিক্রি হওয়া) মোট সংখ্যাটা দাঁড়ায় ২৯,৩০০।’ টানা সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা এর আগে টিকিটের দাম ৩০ শতাংশ বাড়িয়েছিল। তা স্বত্বেও এবার সিজন টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেছে। সিজন টিকিট আগের মৌসুমে যাঁরা নবায়ন করছেন এবং ক্লাব সদস্যদের বাইরে সাধারণ কোনো সমর্থক এবার আর তা কেনার সুযোগ পাচ্ছেন না। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮-১৯ মৌসুমের টিকিট বিক্রি থেকে ‘৩ কোটি ইউরোর বেশি’ আয় করেছে জুভেন্টাস।