ছাত্রনেতা শেখ সজিবের জন্মদিনে স্যোসাল মিডিয়ায় হাজারো মানুষের শুভেচ্ছা!

0
2111

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: নিজের ছায়া কে ঢাকবার মত ক্ষমতা কারো নেই, ঠিক আবার এই মানুষের মাঝে আছে নিজের ছায়া কে সময়ের পরিপ্রেক্ষিতে তৈরি করার মত শক্তি। মানুষ নিজেকে না চিনলে অন্য কে চেনা তো দুরে থাক, অন্য কে চেনার কৌশল টাও খুঁজে পাবে না। তেমনই একজন মানুষ শেখ সজিব। যে তার ভালবাসা দিয়ে সমাজের মানুষের মাঝে নিজের ছায়া তৈরি করতে সক্ষম হয়েছে । যার ফলে গত ২৬শে এপ্রিল রবিবার কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক, তরুন ছাত্রনেতা,কুষ্টিয়া ছাত্র সমাজের তুখোড় জনপ্রিয় মুখ শেখ সজীবের জন্মদিনে, করোনা মহামারীর কারনে প্রতিবারের ন্যায় এবার কোন আনুষ্ঠিকতা না থাকলেও স্যোসাল মিডিয়াতে তুমুল ঝড় বইয়ে দিয়েছেন এই তরুন ছাত্রনেতার ভক্ত, অনুসারী নেতাকর্মী সহ সর্বশ্রেনির তরুন প্রজন্ম । জানাগেছে ছাত্রনেতা শেখ সজীব এর জন্মদিন উপলক্ষে গত ২৬ শে এপ্রিল রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সকলের প্রিয় এই ছাত্রনেতাকে নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মহড়া পড়ে যায়। নিজের জন্মদিনে, কুষ্টিয়ার তরুন প্রজন্মের ফেসবুকে প্রোফাইল, কাভার ফটো জুড়ে হাজারো তরুণ ছাত্র সমাজের ভালোবাসা ও শুভেচ্ছায় শিক্ত হয়েছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রকৃত সৈনিক, কুষ্টিয়ার যুব সমাজের জনপ্রিয় এই ছাত্রনেতা। কারন তার জন্মদিনে কুষ্টিয়ার যুবকদের ফেসবুক ছিলো এসকে সজিবময় রুপ ধারন করে, যা এই ছাত্র নেতার জন্য ছিলো সৎ সুন্দর অনুপ্রেরণাময়ী ভালোবাসার প্রতিফলন। তাই তিনি ছাত্র সমাজের এই ভালোবাসা ধরে রাখার লক্ষ্যে দিনরাত সব সময় তাদের পাশে এগিয়ে এসেছেন। যে মানুষ টি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক হলেও, দল মত নির্বিশেষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন একটা সুন্দর সমজ গড়ার প্রত্যয় নিয়ে। শুধু রাজনীতি বা মিছিল মিটিংই নয়, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কুষ্টিয়ার বর্তমান তরুন ছাত্র সমাজের এর কাছে বঙ্গবন্ধুর ইতিহাস ছড়িয়ে দেওয়ার জন্যও কাজ করে যাচ্ছেন বিভিন্ন ভাবে । তিনি সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তার নিজের জায়গা থেকে, যখন যে ভাবে পেরেছেন বা সম্ভব হয়েছে। কুষ্টিয়ার তরুণ প্রজন্মের জনপ্রিয় এই ছাত্রনেতা কাজ করে যাচ্ছেন ছাত্র সমাজকে নিয়ে, তাদের কে একতাবদ্ধ ভাবে বিভিন্ন সময় একজন বড় ভাই হিসেবে উপদেশ দিয়ে সাথে নিয়ে তাদের কে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পথ দেখিয়েছেন। আর তাই তো তিনি কুষ্টিয়ার সকল যুবক ছাত্র সমাজের কাছে হয়ে উঠেছেন প্রিয় ব্যাক্তিত্ব, প্রিয় নেতা, প্রিয় আপন ভাই হিসেবে। তিনি জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের উন্নয়ন বার্তা পৌছে দিচ্ছেন নিরলস ভাবে তার ফেসবুক অনলাইনের মাধ্যমে। ছাত্র সমাজকে কেন্দ্র করে,তার এই অসামান্য ভালোবাসার জন্য, তিনি রাস্তার পাশে নয়, দেয়ালের গায়ে নয়, নেমপ্লেট এর পাতায় নয়, তার নাম আজকে কুষ্টিয়ার সর্ব শ্রেণির তরুনদের মনের মাঝে গাঁথা। কুষ্টিয়ার ছাত্রনেতা শেখ সজিব এর এমন অসাধারন কাজের জন্য, কুষ্টিয়ার রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনে তার নামের ছোঁয়া পাওয়া যায়। নিরঅহংকারী এই টগবগে যুবক, অত্যান্ত ভালো মনের মানুষ হিসেবে কুষ্টিয়ার শহরে সুপরিচিত লাভ করেছে, যা তার জীবনে অনেক বড় পাওয়া । কুষ্টিয়ার হাউজিং এলাকার বিশিষ্ট সমাজসেবক মিলন শেখ ও সালমা বেগম এর সন্তান শেখ সজিব, কৈশোরে রাজনীতি ও সামাজিকতা চর্চাও যে তালিম আতস্থ করেন তা ক্যালেন্ডারের সাথে সাথে বদলে রুপ নেই এক অগ্রণী সচেতন ও মানবিকতার মানুষ হিসেবে। সেই কারনে শেখ সজিব স্কুলে পড়াকালীনই রাজনৈতিক সচেতন হয়ে ওঠেন এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে কিশোর বয়সেই সহপাঠীদের নিয়ে রাজনৈতিক সভা সমাবেশে অত্যান্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করেছেন এবং এখনো কুষ্টিয়ার ছাত্র সমাজের মনের মনি কোঠায় যায়গা করে তাদের কে সাথে নিয়ে, অত্যান্ত সঠিক ও সুন্দর ভাবে রাজনৈতিক সকল কার্যকর্ম সফল ভাবে তার সদলবলে পালন করে যাচ্ছেন ।