
উদাস কবি
কথা ও সুর: জয়নুল আবেদীন রাজু
আমি এক উদাস কবি
অজানা গান গাই।
মরা নদীর গল্প শুনে-
আমার দিন কাটে।।
ভালোবাসার প্রাণ পাখি
নিরবে কাঁদে
উদাস কবির অন্তরে।।
কে আছে? কি আছে আমার!
ভেবে দেখি নাই!
ভালোবাসার মানুষ আছে
আমায় বোঝে নাই!
চলছে জীবন কিছু চাই না,
নিরবে থাকতে চাই বাকিটা সময়!!
এইতো সে দিনের আমি,
পুরানো এখন!
গায়ের চামড়া দুমড়ে মুচড়ে
কোনরকম বেঁচে আছি!
কি চাই! কি চাই না!
ভেবে দেখি নাই,
পুরানো আমায় ভালোবাসি
শুধু এই টুকু জানি।।