
মেঘের আনাগোনা
লেখক: সিনথিয়া অর্পা (ছদ্ব নাম)
এই বুঝি নামলো বৃষ্টি
নেই জানাশোনা
অদূরে তাকিয়ে দৃষ্টি….
কি থেকে কি হবে
এই মনে কি রবে
কে যে কবে
রবে অনুভবে….
জানা নেই
সেই কথা
বুকে জমে
নিছকই ব্যাথা….
হাহাকারে পর্যবসিত
ডুবে থাকে মন
এইখানে নির্বাসিত
এ কোন আপনজন….
তবুও ভালো থাক
ভালো পাক
আপনজনকে ভালো রাখ
এই কামনায় এই হাক ডাক…
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন goraynews24@gmail.com ঠিকানায়।