মহামারী করোনা তবুও বৈশাখী শুভেচ্ছা: আতিকুজ্জামান ছন্দ

0
980

গড়াইনিউজ২৪.কম:: করোনার ভয়ে থেমে গেছে সব আয়োজন। কোথাও নেই উৎসবের ছোঁয়া। সবাই শঙ্কায় কখন কি হয়। এক চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে সময়। এরই মধ্যে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যেখানে পুরো পৃথিবীর মানব জাতি করোনা ভাইরাসের ভয়ে ঘরবন্দি। সেখানে প্রতিবছরের মতো বৈশাখ বরণ হবে না এবার, এটাই স্বাভাবকি। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে শেষ হলো আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হলো আরও একটি বাংলা বছর। সূর্যটা যেন নতুন না হলেও রাত পোহালে সূর্যটা যেন নতুন ভাবে আলো দিবে। নতুন বছরের শুরুতেই তাই সবাইকে জানাই শুভ বাংলা নববর্ষ। এই মহামারী করোনার মধ্যে দিয়ে বাংলা ১৪২৬ সাল কে বিদায় দিয়ে নতুন বছরটিকে প্রাণ-খোলা আনন্দে স্বাগত জানান। কেননা ১৪২৭ সাল আপনার জন্য নানা ধরনের শুভবার্তা বয়ে নিয়ে আসতে পারে। তাই অতীতের সকল ব্যর্থতা ভুলে যান। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তাই সবাই বাড়ীতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। জাতির এই সংকটকালীন সময়ে সবাইকে ধৈর্যধারন এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাড়ীতে অবস্থান করতে হবে। মনে রাখবেন, আপনি নিরাপদে থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। আপনার-আমার পরিবার নিরাপদে থাকলে পুরো জাতিই নিরাপদে থাকবে। তবুও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

আতিকুজ্জামান ছন্দ
সম্পাদক ও প্রকাশক
গড়াইনিউজ২৪.কম