কুষ্টিয়ায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

0
1132

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ‘পয়:বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস। কুষ্টিয়ার জেলা প্রশা22834358_1487856584663162_98069517_nসক মো. জহির রায়হানের নেতৃত্বে মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।  পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অদিপ্তরের প্রকৌশলী মুন্সী হাচানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোতাহার হোসেন, দিশার পরিচালক (সার্বিক) এমআর ইসলাম, আরো বক্তব্য রাখেন,ব্রাক জেলা প্রতিনিধি মোতোহের হোসেন,দিশার সহকারী নিবাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নিলুফা আক্তার নাসরিন, ব্রাক এলাকা ব্যকস্থাপক রমেশ চন্দ্র বর্মন প্রমূখ । ব্র্যাক, সেতু, আশা, দিশা, জাগরনী চক্র ফাউন্ডেশনের সহযোগীতায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ব হাত ধোয়া দিবসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে একটি করে মিনি সাবান বিতরন করা হয় । এবং অনুষ্ঠান শেষে ১০ জন দুঃস্থ মহিলাকে স্যানিটেশনের ১০ সেট ল্যাট্রিন সামগ্রী বিতরন করেন জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তর। পরে শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।