ঈশ্বরদীতে ইশকুল কৃষি কার্যক্রমের উদ্বোধন করলেন:নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন

0
1866

সেলিম আহমেদ, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে ঈশ্বরদীর ময়েজ উদ্দিন কৃষি খামার আড়কান্দিতে ৭৪টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গতকাল সোমবার দুপুরে ইশকুুল কৃষি কার্যক্রমের অংশ হিসেবে হাইব্রীড ধনেপাতা বীজ রোপন উদ্বোধন হয়েছে। উক্ত ইশকুুল কৃষি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কমকর্তা নজরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কমকর্তা ইশরাত ফারজানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী জেরিন কান্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুস্মিতা শাহা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলি বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ ইসাহক আলী মালিথা, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী। আরও উপস্থিত ছিলেন জাতীয় কৃষক কিতাব মন্ডল, হাবিবুর রহমান, কৃষাণী বেলী বেগম, আমিনুর রহমান শিম বাবু, কাজী আনিসুর রহমান, আব্দুল বাসির বুদু মিয়া, মুরাদ মালিথা, আশরাফ প্রামানিক, ইউপি সদস্য তারা মালিথা, কবির মালিথা, আজগার আলী, জিএম ওয়াহিদুজ্জামান রাসেল ও বদিউজ্জামমান বাচ্চু। ইশকুল কৃষির আয়োজন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে সঞ্চালন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সহ-সাধারন সম্পাদক ও জাতীয় সবজি পদক প্রাপ্ত কৃষক আব্দুল বারী।
বক্তারা বলেন, এদেশের কৃষকেরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষি পণ্য রপ্তানী করছেন। কৃষি কাজ করে কৃষকের কোন লাভ না হলেও বিদেশ থেকে কৃষি পণ্য আমদানী করতে হচ্ছেনা। আমরা কৃষকের ছেলে ভোর বেলা ঘুম থেকে উঠে কৃষক মাঠে হাল লাঙ্গল নিয়ে কাজে বেড়িয়ে যায়। কৃষক শুধু তাদের ভাগ্যের পরিবর্তন নয়, দেশের খাদ্য ঘাটতি পূরণে সব সময় কাজ করে থাকেন। কঠোর পরিশ্রম করে বেকারত্বকে দু-হাতে পিছে ঠেলে দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের কৃষক। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা জিবন থেকে কৃষির সাথে জড়িত থাকলে পড়াশুনা শেষ করে চাকরি নামের সোনার হরিণের পিছু ছুটতে হবেনা। শিক্ষিত কৃষক হলে উৎপাদন বেড়ে যাবে দেশ এগিয়ে চলবে। বক্তারা বলেন, বাংলাদেশে এই প্রথম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ইশকুল কৃষি নামের কার্যক্রমের উদ্বোধন হলো। এই শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনা করবে। শিক্ষিত কৃষক হলে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। এই প্রত্যয় নিয়ে ইশকুুল কৃষি কার্যক্রম চালু করা হলো। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন।