ভুয়া মেডিক্যাল প্রোমোশন অফিসার সুমন শাহা ডিআর নাম্বার ছাড়াই এনএইচসি’র ওষুধ বাজারজাত করছে

0
1876
Blister pack of pills. Remedy.

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার অধিকাংশ ওষুধ ফার্মাসিতে নিউ হেল্থ কেয়ার(এনএইচসি)’র নামে কোন প্রকার বৈধ লাইসেন্স ও ডিআর নাম্বার ছাড়াই ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ ওষুধ। যার ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারন জনগন। NG VIT, PRO CAL, G-MEGA, CG-BION, N JOINT, Neokin, CILO GEL, Xtra-Power, BoneCare-D সহ ভিন্ন ভিন্ন ধরনের ওষুধ সুমন শাহা নামের এক ভুয়া মেডিক্যাল প্রোমোশন অফিসার দীর্ঘ সময় ধরে বাজার জাত করে আসছে। জানা যয়, ডিআর নাম্বার না থাকার কারনে ইতি পূর্বে এই ওষুধগুলো নিষিদ্ধ ঘোষনা করা হয়। নিউ হেল্থ কেয়ার এর নামে প্রতারক সুমন শাহা কর্তৃপক্ষের সাথে যোগসাযোসে এই ওষুধ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ফার্মাসিতে সরবরাহ করে আসছে বলে জানান ঐসব ফার্মাসি কর্তৃপক্ষ। কোন প্রকার প্রশাসনিক ও উক্ত দফতরীয় কোন সমস্যা হবে না, সেই নিশ্চয়তা দিয়েই সুমন অনেক ফার্মাসিতেই এইসব ওষুধ বিক্রি করতে উৎসাহ প্রদান করে থাকে। প্রাথমিক ভাবে সুমন সম্পর্কে খোঁজ খবর নিলে অধিকাংশ ফার্মাসিতেই তার ভিজিটিং কার্ড পাওয়া গেছে। ঐসব ভিজিটিং কার্ডে সুমন শাহা নিজেকে মেডিক্যাল প্রোমোশন অফিসার উল্লেখ করেছে। ১২৩-১/২,কাজী টাওয়ার ,(৫ম তলা) দক্ষীন যাত্রাবাড়ি , ঢাকা -১২৩৬ এই ঠিকানায় নিউ হেল্থ কেয়ার সু-কৌশলে বোঝানো হয়েছে। কিন্তু সেই কার্ডে কেন্দ্রীয় বা ঢাকা অফিসের কোন প্রকার টেলিফোন ও মোবাইল নাম্বার উল্লেখ করা নেই। ভিজিটিং কার্ডের পেছনে উপরে উল্লেখ করা নিষিদ্ধ ওষুধের নাম লেখা রয়েছে। এ বিষয়ে প্রতারক সুমন শাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কুষ্টিয়া ড্রাগ সুপারের সাথে যোগাযোগ করতে তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।