পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপিত

0
50

পাবনা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। ২২ অক্টোবর রবিবার সকালে পাবনা জেলা প্রশাসন সন্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাবনার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পাবনার মুঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ পাবনা সার্কেলের সহকারী পরিচালক(ইন্জি) মোঃ আব্দুল হালিম মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম  সড়ক বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ সাংবাদিক রফিকুল ইসলাম সুইট ইয়োলো ল্যাম্পের মোঃ শহীদুল ইসলাম  সালাউদ্দিন সোহাগ আনোয়ারসহ আরও অনেকে। নিরাপদ সড়ক চাই শীর্ষক সচেতনতামূলক র‍্যালি পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ঘুরে পাবনা জেলা প্রশাসন সন্মেলন কক্ষে গিয়ে মিলিত হওয়ার পর সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত সুধীজনেরা সাম্প্রতিককালে মহাসড়কে মোটরবাইক দুর্ঘটনায় আশংকাজনক জানমাল ক্ষয়ক্ষতি এড়াতে মহাসড়কে একই সাথে অটোরিকসা সিএনজিসহ গণপরিবহন চলাচল প্রতিরোধে কঠোর নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন অনুষ্ঠান আমন্ত্রিত সুধীবৃন্দ। পরিবহন চালকদের ট্রাফিক আইন মেনে এবং বেপরোয়া গতি পরিহার করে মহাসড়কে রুলস অব দি রোড শীর্ষক সতর্কতামূলক বিভিন্ন চিন্হাবলীর অর্থ জেনে মেনে গাড়ি চালানোর উপর গুরুত্ব আরোপ করেন সুধীজনেরা। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারীদের জেব্রাক্রসিং ফুটওভারব্রীজ আন্ডারপাস ব্যবহারে বাধ্যবাধকতার কথা  জানানো হয় রাস্তা পারাপারের সময় পথচারীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা অবলম্বনের সুপারিশ করেন অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা।