ঝিনাইদহের কোটচাঁদপুরে মেসরি চাষীদের মুখে হাত!

0
1900

এস এম মাজহারুল, কোটচাঁদপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম :: পুঁইশাক গাছ থেকে মেসরি চাষ উৎপাদনে কয়েক বছর ধরেই কোটচাঁদপুরের হতদরিদ্র কৃষকেরা বেশ আগ্রহী। কোটচাঁদপুর উপজেলায় প্রায় প্রত্যেক ইউনিয়নেই কম বেশী চাষ হয় মেসরি। তবে সব থেকে বেশী চাষ করে কোটচাঁদপুর উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাজিলপুর গ্রামের চাষীরা। প্রত্যেক বারের ন্যায় এবারও ফাজিলপুর মাঠে প্রায় ২৫ বিঘার চাষ হচ্ছে মেসরি। যা এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। তাছাড়া কালীগঞ্জ,মহেশপুর, কোটচাঁদপুরের ব্যবসায়ীরা ফাজিলপুর গ্রামে এসে পাইকারি দামে ক্রয় করে নিয়ে যায়, ফলে মেসরি চাষীদের কালীগঞ্জ, মহেশপুর, কিংবা কোটচাঁদপুরে যেতে হয় না মেসরি বিক্রয় করতে, এমন তথ্য দিয়েছে স্থানীয় কৃষকেরা। কিন্তু দুঃখের কথা প্রায় ২মাস আগে টানা বর্ষণের কারণে জমিতে প্রায় ১মাস পানি থাকে আর যার কারণেই পঁচতে শুরু করেছে মেসরি গাছের গোড়া। নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতাসহ গাছ। আজ সরজমিনে ফাজিলপুর মাঠে যেয়ে কথা হয় মেসরি চাষীদের সাথে। মেসরি চাষী মোঃ আলতাফ খন্দকার,সবুজ হোসেন,এনামুল সদ্দার,সহ অনেকের সাথে কথা হয়। তারা বলেন, সব থেকে এবার বেশী চাষ হচ্ছে মেসরি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গাছ, তারা বলেন এর মূল কারণ টানা বর্ষণ, মেসরি গাছ একে বারেই পানি সহতেই পারে না। চাষীরা বলে এবার মেসরিতে দাম ও ভাল,কিন্তু দাম থেকেও কোন লাভ হচ্ছে না। মেসরি চাষী এনামুল সদ্দার বলেছেন আমরা চাষী মানুষ, চাষ করেই আমাদের সংসার চলে, কিন্তু মেসরি গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে সংসারে দেখা দেচ্ছে অভাব-অনটন। আর এজন্যই সব মেসরি চাষীদের মুখে হাত।