দূর্গোৎসবের প্রস্তুতি…. ঈশ্বরদীতে পুরোদমে প্রতিমা সাজানোতে ব্যস্ত শিল্পীরা!

0
2477

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম::  সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার বাকি রয়েছে আর মাত্র ০২ দিন। এরই মধ্যে প্রতিমা শিল্পীদের তুলির আঁচড় শেষে প্রতিমাকে আরও বেশি সৌন্দর্যের ছোয়া লাগাতেই শোলা দিয়ে সাজানোতে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। এ বছর ঈশ্বরদী উপজেলার ২৪ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। তবে অস্থায়ী ভিত্তিতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ঈশ্বরদীর পুজা উদযাপন কমিটির নেতারা।
ঈশ্বরদীর পৌর এলাকাসহ সকল ইউনিয়নের পুজা মন্ডপ গুলোতে প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা সাজানোর কাজে। দিন রাত পরিশ্রম করছেন কিভাবে দেবির প্রতিকৃতিতে সৌন্দর্যের ছোয়া লাগানো যায়। কিভাবে অন্য মন্ডপের চেয়ে নিজের তৈরি প্রতিমাকে আলাদা ভাবে সৌন্দর্য মন্ডিত করে ফুটিয়ে তোলা যায়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার কার্যকরি সভাপতি সুনীল কুমার চক্রবর্তী জানান, প্রতিমা শিল্পীরা তাদের প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। প্রতিমা তৈরির পাশাপাশি পুজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আর ইতিমধ্যেই প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পুজা উদযাপনের জন্য গঠন করা হয়েছে শক্তিশালী স্বেচ্ছাসেবক কমিটি। গত বছর ঈশ্বরদীর সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, সুশিল সমাজ যেভাবে পুজা উৎযাপনে সহযোগিতা করেছেন আশা রাখি এবারও একই ভাবে তাদের থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যাবে।
গত বছর ঈশ্বরদী উপজেলায় ২৪টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালন করা হয়েছিল। এর মধ্যে ঈশ্বরদী শহরের ঠাকুরবাড়ি মন্দির, মৌবাড়ি মন্দির, পশ্চিমটেংরী মন্দির, রেলওয়ে কলোনী মন্দির, সুইপার কলোনী মন্দির, কর্মকারপাড়া মন্দির, শিব মন্দির। এছাড়া দাশুড়িয়া মন্দির, নতুন হাট মন্দির, পাকশী মন্দির, সাহাপুর মন্দির, আরামবাড়িয়া মন্দির, সাঁড়া পানহাট কালি মন্দির, মূলাডুলি মন্দির, সাঁড়া মন্দির ও লক্ষীকুন্ডা মন্দিরসহ বিভিন্ন জায়গায় দূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল।