কুষ্টিয়ায় দুদকের গণশুনানিতে যারা দুর্নীতি করেন, তারা দুর্নীতি বন্ধ করুন : দুদক কমিশনার

0
2077
‘সরকারি সেবা, সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা শোনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে

কুষ্টিয়া অফিস : ‘সরকারি সেবা, সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা শোনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বলেন, ‘যারা দুর্নীতি করেন, তারা দুর্নীতি বন্ধ করুন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। যেসব কর্মকর্তারা বে-আইনিভাবে কাজ করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সরকারি সেবা পাওয়া সব নাগরিকের অধিকার। আপনারা আপনাদের সেবা সঠিকভাবে বুঝে নেবেন। আর সবাইকে শপথ করতে হবে নিজেরা দুর্নীতি করবো না, অন্যের দুর্নীতি সহ্য করবো না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।’ এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় পরিচালক ড. মো. আবুল হাসান, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী প্রমুখ।