অসম্ভব কে সম্ভব করেছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মাননীয় সংসদ সদস্য!

0
1544
গড়াইনিউজ২৪.কম : জনাব এ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি মহোদয় ।
১৪ টি ইউনিয়ন নিয়েই দৌলতপুর উপজেলা,তবে দৌলতপুর উপজেলার মানুষ দিনের বেলায় ঘুরতে বের হলেই  ১৪ টি ইউনিয়ন বেড়াতে পারতো আর যখন সন্ধ্যা নেমে আসতো,সন্ধ্যার পরপরই মনে হতো যেনো ১২ ইউনিয়ন । ,তাদের চোখের সামনে জ্বলজ্বল করে ভাসে দুইটা ইউনিয়ন যেন অন্ধকারে ঢেকে যায় । ২টা ইউনিয়নে প্রায় ৬০ হাজার লোকের বসবাস,এই দুই ইউনিয়নের মানুষ স্বপ্নেও ভাবেনি তাদেরও ইউনিয়ন দুইটা আধুনিকতা আসবে এবং দুর্গম পদ্মা নদীর মাঝখান দিয়ে বৈদ্যুতিক আলো প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছাবে এবং যোগাযোগের রাস্তার পরিবেশ এত দ্রুত কাজ শুরু হয়ে যাবে । দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষ ভাবতো এটা অসম্ভব,সেই অসম্ভবকেই সম্ভব করে বুঝিয়ে দিলেন বর্তমান এমপি মহোদয় তিনি যখনই বাড়িতে আসতেন তাহার নিজ ইউনিয়ন ফিলিপনগরে,তিনি এসে সন্ধ্যার সময় পদ্মা নদীর কিনারায় হাঁটতে যেতেন । তিনি চারিদিকে তাকিয়ে দেখতেন দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং চিলমারী ইউনিয়ন অন্ধকারে ঢেকে গেছে যেন পশ্চিম দিকে তাকালেই শুধু কালো অন্ধকারে ঢেকে থাকতো । সেই অন্ধকারকে দূর করে তিনি প্রতিটা মানুষের ঘরে ঘরে বৈদ্যুতিক আলো পৌঁছে দিয়েছেন এবং আরও বারোটা ইউনিয়নের মত তাদের যোগাযোগের যে রাস্তা,সে রাস্তার কাজ অনেকটাই এগিয়েছে তারই প্রমাণ ভাগজোত বাজার থেকে বাংলা বাজারে রাস্তাটা ।
দৌলতপুর উপজেলার মানুষের স্বপ্ন পূরনের আশ্বাস হয়ে উঠেছেন জনাব এ্যাডভোকেট “আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ” এমপি মহোদয় ।