নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও এন.আর.বি.সি ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং স্থাপন সভা অনুষ্ঠিত 

0
2507

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নরসিংদী সদর উপজেলা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও এন.আর.বি.সি ব্যাংক এর সমন্বয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য এজেন্ট ব্যাংকিং চালু করার অনুষ্ঠান করা হয। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. সুভাস চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক নরসিংদী, আরো উপস্থিত ছিলে জেনারেল ম্যানেজার (জি.এম) জনাব মোঃ সহিরুল ইসলাম, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২, জনাব মোঃ মোর্শেদ শাহরিয়ার, সভাপতি, প্রেস ক্লাব, নরসিংদী, জনাব মোঃ আসাদুজ্জামান খোকন, সমিতি বোর্ড, নরসিংদী, জনাব মোঃ আসাদুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এনআরবিসি) কমার্শিয়াল ব্যাংক লিঃ, জনাব মোঃ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রধান অতিথি বক্তব্যে বলেন-২০১৮ সালের মধ্যে সমাজের নিম্ন স্থলের জনগন থেকে শুরু করে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছ যাবে এবং বিদ্যুতের ঘাটতি থাকবে না। বর্তমান জনগনের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তিনি (এনআরবিসি) ব্যাংক এর ভাইস প্রেসিডেন্টকে বলেন-নরসিংদী জেলায় ৬টি উপজেলা সহ ৭১টি ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং স্থাপন করিলে গ্রাহকগন বিভিন্ন হয়রানী থেকে রক্ষ পাবেন বলে মনে করেন। অবশেষে নরসিংদী পল্লী বিদ্যুৎ’র জেনারেল ম্যানেজার (জি.এম) বলেন- শিক্ষা ক্ষেত্রের অবদান খুবই গুরুত্বপূর্ণ, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিটি প্রাইমারী বিদ্যালয়ে শতভাগ বিদ্যুৎ নিশ্চয়তা করা হবে। তিনি জেলা প্রশাসক ও প্রেস ক্লাবের সভাপতি সহ আরো অন্যান্য কর্মকর্তা বৃন্দদের সামনে রেখে স্বীকারোক্তি দেন যে, পল্লী বিদ্যুতে দালাল চক্রের কারণে গ্রাহকরা ভুগান্তিতে পরছে এবং দালাল চক্রদের জন্য গ্রাহকদেরকে নিয়মিত সেবা দিতে পারছি না। যেখানে প্রতিটি মিটার বাবাদ টাকা লাগে ৭৫০/- টাকা এবং সার্ভিস ফি পল্লী বিদ্যুত দিয়ে থাকে। সেই খানে প্রতিটি মিটার বাবদ সার্ভিস ফি সহ হাতিয়ে নিচ্ছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। তিনি অবশেষে আরো বলেন-সরকার বিনা মূল্যে বিদ্যুৎ দিচ্ছে এবং আপনার কেউ দালাল চক্রের স্বীকার হবেন না।