তারাবী নামাযের সময় সাংবাদিকের বাড়ি থেকে টিউবওয়েল চুরি!

0
424

মোঃ শাহিনুর রহমান শাহিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে রমজান মাসজুড়ে বেড়েছে চুরির প্রবনতা। সারাদিন রোজা থেকে যখন ইফতার শেষে ক্লান্তির ঘুমে কাতর থাকে এমন সময় এলাকায় চুরি সংগঠিত হচ্ছে। ২৫ এপ্রিল সোমবার রাতে তারাবী নামাযের সময় সবাই যখন নামাযরত অবস্থায় ঠিক তখনই সাংবাদিক আল মামুনের বাড়ির ঘরের পিছন থেকে টিউবওয়েল চুরি করে নিয়ে যায় চোরেরা। বাড়ির আশে পাশে খুজেও চোরকে ধরা যায়নি। ততক্ষনে চোর টিউবওয়েল নিয়ে ছটকে পড়ে। পাশাপাশি এসব চুরির জিনিস গুলো যেসব ভাঙাড়ি বা অন্য কোন ব্যবসাসী ক্রয় বিক্রয় করছে তাদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। কয়েকদিন পূর্বে নগরঘাটা ইউনিয়নের প্রায় ৪শ বছরের প্রাচীন ঈদগাহ, মঠবাড়ি, বাগপাড়ার মৃত ইসলাম, বেয়ারা পাড়া থেকে থেকে পানি তোলা মটর, বাজেবাড়ির গফুর মোড়ল ও পোড়ার বাজারের পাশের শাহেদার বাড়ি থেকে একটি করে টিউবওয়েল চুরি সংগঠিত হয়। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজার সহ এলাকায় মাদকসেবীদের সংখা বেড়ে চলেছে। হাত বাড়ালেই পাওয়া যায় গাজা। এসব মাদক সেবীরা মাদকের টাকা জোগাড় করতে ও ঈদকে সামনে রেখে এসব চুরি করছে বলে মন্তব্য করেন। সাংবাদিক আল মামুনে মা তাছলিমা বেগম জানান, আমি তারাবী নামায শেষ করে টিউবওয়েলে গিয়ে দেখি সেটি আর নেই। চুরি হয়ে গেছে বুঝতে আর বাকি থাকে না। দ্রুত প্রতিবেশি ও ছেলেদের জানালে চারিদিক খোজাখুজি করেও কোন খোজ পাওয়া যায়নি। আল মামুন বলেন, এলাকায় কম-বেশি চুরির ঘটনা ঘটে চলেছে। আমার টিউবওয়েল চুরি হলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জিয়ারুল, হাবিবুল্লাহ ও আমি খোজাখুজি করেছি। না পেয়ে মোবাইল ফোনে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। এবিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, বিট পুলিশিং সমাবেশে চুরি ঠেকাতে পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। তবে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। চোরেদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযত শাস্তির ব্যবস্থা করা হবে।