আইসিসির হল অব ফেমে মুরালিধরন!!

0
3806

ক্রীড়া প্রতিবেদক : খেলোয়াড়ি ক্যারিয়ারে অনেক কীর্তি গড়েছেন। পেয়েছেন আকাশচুম্বী সম্মান। সঙ্গী হয়েছে অনেক অর্জন। এবার বিশেষ এক সম্মানে ভূষিত হলেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা পেয়েছেন তিনি। চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে আইসিসি হল অব ফেমে যুক্ত হবে তার নাম। মুরালির পাশাপাশি এ বছর আরও তিন ক্রিকেটারের নাম যুক্ত হচ্ছে আইসিসি হল অব ফেমে। এরা হলেন- ইংল্যান্ডের প্রয়াত পেসার জর্জ লোহম্যান, অস্ট্রেলিয়ার প্রয়াত ওপেনার আর্থার মরিস এবং অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কারেন রোলটন। হল অব ফেমে মুরালিধরনের নাম যুক্ত হওয়ার বিষয়টি যথাযথ বলেই মেনে নিতে হবে সবাইকে। কেননা, ক্রিকেটের ইতিহাসে নিজেকে কিংবদন্তিদের আসনেই বসিয়েছেন এই লঙ্কান অফস্পিনার। ১৯৯২ থেকে ২০১১; সুদীর্ঘ ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা ছিল তার। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এখন অব্দি তিনিই সর্বাধিক উইকেট শিকারী বোলার। টেস্টে ৮০০ এবং ওয়ানডেতে ৫৩৪ উইকেট রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে সব মিলিয়ে ১০০০ উইকেট রয়েছে এমন দুই বোলারের একজন মুরালিধরন (১৩৪৭ উইকেট)। অন্যজন হলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন (১০০১ উইকেট)। অবশ্য হল অব ফেমে অন্তর্ভূক্তির এই আনন্দ আপাতত দেশবাসী বা লঙ্কান ভক্তদের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারছেন না মুরালিধরন। কেননা, নিজ দেশ শ্রীলঙ্কায় বর্তমানে তিনি খলনায়কে পরিণত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে এই দ্বীপরাষ্ট্রে রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। মুরালিধরন অস্ট্রেলিয়ানদের বোলিং পরামর্শকের কাজ করছেন। বিষয়টি পছন্দ হয়নি লঙ্কানদের অনেকরই। খেলোয়াড়ি জীবনে এই অস্ট্রেলিয়ার কাছ থেকেই নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে মুরালিধরনকে। তার হয়ে পুরো শ্রীলঙ্কাই সেই সময়টায় লড়াই করেছে। নিজ দেশের বিপক্ষে সিরিজে সেই অস্ট্রেলিয়ানদেরই বোলিং পরামর্শক হয়েছেন তিনি! মুরালিকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও কুমার সাঙ্গাকারার মতো সাবেক লঙ্কান ক্রিকেট তারকাদের অনেকেই মনে করেন, মুরালি দোষের কিছু করেননি।