নরসিংদীতে বি.আর.টি.এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
2526

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অভ্যন্তরে কালেক্টরের কর্মচারী কল্যাণ সমিতি অফিসে পেশাজীবী গাড়ী চালকের দক্ষতা ও সচেতনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০১৭ এক আলোচনা সভার আয়োজন করা হয়। পেশাজীবী গাড়ী চালকদের আজকের শ্লোগান ছিল। আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরব বাড়ি। চালালে গাড়ী সাবধানে, বাঁচবে সবাই প্রাণে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ড. সুভাস চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক, নরসিংদী। সভাপতিত্ব করেন-জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, নরসিংদী। আরো উপস্থিত ছিলেন- জনাব মোঃ এ.কে.এম মিজানুর রশিদ, সহকারী পরিচালক, বি.আর.টি.এ, নরসিংদী এবং জনাব মোঃ শওকত আলী ভূইয়া, ট্রাফিক ইন্সপেক্টর, নরসিংদী। প্রধান অতিথি বক্তব্যে বলেন আপনারা গাড়ী চালকেরা গাড়ী চলাবস্থায় নেশায় যুক্ত না হয়ে গাড়ী চালাবেন নিরাপদে। আপনারা গাড়ী চালকদের হাতে প্রায় শত ভাগ মানুষের প্রাণ থাকে। আপনারা গাড়ী চালকেরা শতর্ক ভাবে গাড়ী চালালে একদিন বড় ধরণের চালক হইতে পারবেন বলে আশা করি। অবশেষে জনাব মোঃ এ.কে.এম মিজানুর রশিদ, সহকারী পরিচালক, বি.আর.টি.এ, নরসিংদী বলেন- সরকারী ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল পদ্ধতিতে করায় শতভাগ চালাকদের সরকারের ঘোষনা মূলক ভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছি। যারা এখন ডিজিটাল পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স করেন নাই, তাদের ডিজিটাল পদ্ধতিতে লাইসেন্স প্রদানের লক্ষ্যে আমরা শতভাগ প্রস্তুত আছি।