বাগেরহাটে ৪ দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
1865

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চার মুদি দোকানের মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এ জরিমানা করেন।
তিনি জানান, দৈবজ্ঞহাটি বাজারে কয়েকটি দোকানে বিক্রির জন্য প্রচুর পরিমাণ পলিথিন মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালানো হয়।
এ সময় বাজারের চারটি দোকান থেকে প্রায় ১৪ কেজি পলিথিন, মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট ও চানাচুর উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার দোকান মালিককে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।