ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মন্ডল এন্ড ব্রাদার্স এর উদ্যোগে রিটেইলার সম্মেলন বা হালখাতার পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৭ গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। শহরের পাবনা রোডে অভিজাত ও স্বনামধন্য প্লাজা কমিউনিটি সেন্টারে দিন ব্যাপি আয়োজিত রিটেইলার সম্মেলন বা হালখাতার পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ রওশন আলম। মন্ডল এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এর আর সিমেন্ট’র জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোঃ শামসুল আলম চৌধুরী জিন্নাহ, ফ্রেশ সিমেন্ট’র সহকারি ম্যানেজার মোঃ আতিকুর রহমান, ঈশ্বরদীর বিশিষ্ট ব্যবসায়ি কে এম আব্দুল লতিফ ও বিকাশ কুমার কুন্ড প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিম আহমেদ। সম্মেলনে ঈশ্বরদী-পাবনা, নাটোরসহ উত্তরাঞ্চলের শত শত ব্যবসায়ি, সুধিজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মন্ডল এন্ড ব্রাদার্স এর পক্ষ থেকে ৪৬ জন সেরা সিমেন্ট বিক্রেতাকে উপহার প্রদান এবং উপস্থিত সকলের জন্য লটারির মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়। এতে এসি, এয়ারকুলার ফ্যান, ফ্রিজ, মাইক্রোওভেন, ট্যাব, কারি ডিস, রাইস ডিশ, মোবাইল ও রাইস কুকারসহ নানা উপহার প্রদান করা হয়। মন্ডল এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব নজরুল ইসলাম তার সমাপনি বক্তব্যে বলেন, সম্মানিত ব্যবসায়িরাই হচ্ছে আমাদের ব্যবসার প্রধান প্রাণ বা চালিকা শক্তি। ব্যবসায়ি ভাইয়েরা আপনাদের অর্থ, মেধা, শ্রম, কৌশল, চৌকশতা, ধৈর্য্য ও ত্যাগ আমাদের ব্যবসাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। দির্ঘ সময় আমাদের সঙ্গে ব্যবসায়িক সু-মধুর সম্পর্ক বজায় রাখা ও অনেক কোম্পানীর সঙ্গে প্রতিযোগিতা করে আপনারা আমাদের সাথে সর্বাবস্থায় ব্যবসায়িক সুসম্পর্ক ধরে রাখার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের ব্যবসাকে বেগবান করেছে বলেই প্রতি বছর এভাবে আপনাদের সাথে নিয়ে রিটেইলার সম্মেলন বা হালখাতার পুনর্মিলনী অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। আগামিতেও আপনারা একই ভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মন্ডল এন্ড ব্রাদার্স এর সাথে ব্যবসা পরিচালনা করে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা পোষণ করছি।
Kushtia
clear sky
25.8
°
C
25.8
°
25.8
°
20%
2.8kmh
0%
রবি
24
°
সোম
25
°
মঙ্গল
24
°
বুধ
26
°
বৃহঃ
26
°