
গড়াইনিউজ২৪.কম:: তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু এই সফরে আসবেন না বলে জানিয়েছেন দলটির ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ইয়ন মরগ্যান। ফলে, বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে দলটিকে নেতৃত্ব দিবেন জস বাটলার। মরগ্যানের বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্তে খেপেছেন ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগ্যান। টুইটারে তিনি লিখেছেন, ‘অক্ষম মানুষের মতো আচরণ করা বাদ দাও। হয় বাংলাদেশ সফরে যাও, না হয় অধিনায়কত্ব ছাড়ো। নেতাদের সামনে থেকেই নেতৃত্ব দিতে হয়’। আগামী ৭ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। ৯ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আর ১২ অক্টোবর সিরিজের শেষ ওডিআই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২০ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

























