টঙ্গীর ট্যাম্পাকোর মালিকের বিরুদ্ধে মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
1134
গড়াইনিউজ২৪.কম:: টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার বিকালে টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় ওই কারখানা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সিলেটের সাবেক বিএনপি সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন এই কারখানায় শনিবার সকালে বিস্ফোরণের পর আগুন ধরে। এতে ২৪ জন নিহত হন। আহত অন্তত ৩৫ জনকে টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে এতোগুলো মানুষ মারা গেছে। কী কারণে আগুনের সৃষ্টি হয়েছে এবং কোনো কোনো ধারায় মালিকের বিরুদ্ধে মামলা হবে তা তদন্ত শেষে বলা যাবে।