জয়নুল আবেদীন রাজু’র কবিতা-মায়ার খেলা

0
97

মায়ার খেলা
কবি: জয়নুল আবেদীন রাজু

এই দুনিয়া এক মায়ার খেলা
জয় পরাজয় নাই!
অভিনয় করে মানুষ
ভালো থাকার আশায়।।
মানব মনে চলছে যেন
সুখ দুঃখের খেলা।
একটা শেষে আরেকটা চায়
দেখে শুনে-
মনকবি আজ বড়ই অসহায়।।
সবই তো হারিয়ে যায়
তবুও অজানা মোহ তাড়া করে
সব মানুষের অন্তরে।
কিসের আশায় তবুও মানুষ
অযথা দৌড়ে মরে।।