রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীর কোলে যাত্রীবাহী ট্রলারডুবি, ছয় যাত্রী নিখোঁজ

0
2693

গড়াইনিউজ২৪: রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীর কোলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজরা দুই শিশু, তিন নারী এবং একজন পুরুষ। কালুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য বিল্লাল মণ্ডল জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই ইউনিয়নের হরিণবাড়ীয়া বাজার থেকে ২০ জন নারী-পরুষ এবং শিশু যাত্রী নিয়ে একটি ট্রলার পদ্মা নদীর কোল (শাখা) দিয়ে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর, রামনগর এবং সাদারচর গ্রামের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি কয়েক শ গজ দূরে থাকা ব্রিজের নিচে পৌঁছাতেই তীব্র স্রোতের কারণে তা তলিয়ে যায়। এ সময় ১৪ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও আলোকদিয়া গ্রামের রাজু (৪), রহমত (৬), চর রামনগর গ্রামের বেগম (৪০), একই গ্রামের ছয় মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধূ ফরিদা বেগম (২০), গৃহবধু হালিমা বেগম (৫০) এবং দুলাল (৩৬) নিখোঁজ হন। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, “ঘটনার পরপরই একধিক ট্রলারযোগে নদীর বেশ কয়েক কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়। ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুড়ি দলকে সংবাদ দেওয়া হয়েছে। তারা রাতেই এসে পৌঁছাবে। তারা পৌঁছালে উদ্ধার তৎপরতা চালানো হবে।”