কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের সভাপতি আতিকুর জামান ছন্দ: সম্পাদক সালাম

0
537
কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের সভাপতি আতিকুর জামান ছন্দ: সাধারন সম্পাদক সেলিম রেজা সালাম: সাংগঠনিক সম্পাদক তামজিদ তনু। ছবি: গড়াইনিউজ

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের সভাপতি হলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞার ভারপ্রাপ্ত সম্পাদক ও গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক এবং রেডিও জট্টিলের সিইও আতিকুর জামান ছন্দ। কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের সাধারন সম্পাদক হলেন জাগরন.কম এর সিনিয়র সাংবাদিক সেলিম রেজা সালাম। সাংগঠনিক সম্পাদক হলেন কুষ্টিয়া শিরোনামের সম্পাদক তামজিদ তনু। ‘‘কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ তথা কুষ্টিয়ার সাংবাদিকতার মান উন্নয়ন করা। এই মান উন্নয়নের মাধ্যমে শুধু সাংবাদিকতা উপকৃত হবে, তা নয় দেশের সাধারণ মানুষও উপকৃত হবে।’’ আজ শনিবার দিনব্যাপী রেডিও জট্টিল এর কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কমিটির আত্মপ্রকাশ করা হয়। কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের সভাপতি আতিকুর জামান ছন্দ বলেন, আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। সবশেষে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গড়াইনিউজ২৪.কম এর পক্ষ থেকে বিভিন্ন গুণিজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন কুষ্টিয়া অনলাইন এডিটর’স ক্লাবের সভাপতি আতিকুর জামান ছন্দ।

প্রকাশ সময়: বাংলাদেশ: ১২.২৫মিনিট
গড়াইনিউজ/রাব্বী