করোনার মধ্যে সাংবাদিক নাজমুলের বাড়িতে সন্ত্রাসী হামলা!

0
1253

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: করোনা ভাইরাসের মধ্যেও আজ সন্ধ্যায় হটাৎ কোন কিছু বুঝে ওঠার আগেই অবাঞ্চিত ভাবেই নাজমুল ও তার পরিবারে উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুষ্টিয়া জুগিয়া অঞ্চলের সন্ত্রাসী বাহিনীরা হটাৎ মাথাচাঁড়া দিয়ে উঠেছে, চাঁদা না দিলেই একের পর এক ঘটিয়ে চলেছে দুর্ঘটনা। বর্তমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও তাদের কার্যক্রম থেমে নেই। কুষ্টিয়া শহর থেকে মাত্র ৫ কি: মি: দূরে গড়াই নদীর তীরে অবস্থিত জুগিয়া উওর পাড়া। কানাবিল মোড় হতে তালবাড়িয়া বালিঘাট যাওয়ার একমাত্র রাস্তা হিসেবে এটাকে ব্যবহার করা হয় বলে জানা যায়।

বেশ কিছু দিন ধরে লক্ষ করা যাচ্ছে যে উক্ত এলাকার কিছু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহিদের সক্রিয় নেতাদের ছায়াতলে বেশ কিছু দিন ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা পথচারীদের থেকে চাঁদা আদায়ের অভিযোগ শোনা যায়। বর্তমানে বিষয়টা সবার নজরে এসেছে। সুত্রে জানা যায়, জুগিয়া হাট পাড়ায় দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞার বার্তা সম্পাদক শেখ নাজমুল হোসেনের ছোট চাচার ছেলে ও (মৃত মোকা শেখে)’র ছোট ভাই ফরহাদ শেখ ও তার ছেলে আকাশ তালবাড়িয়া বালি ঘাটে ব্যবসা করেন। গত ১০ই এপ্রিল শুক্রবার বর্তমানে করোনা ভাইরাসের কারনে রাস্তাটি সুনশান থাকায় আকাশের মোটর সাইকেলটি আটকিয়ে ধরে এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন একই এলাকার আমিরুলের ছেলে সজিব (২২), মৃত মুবা সর্দার ছেলে মজনু (৫০), মৃত মুবা সর্দার এর ছেলে আক্কাস (৪০), জিন্নার ছেলে সুরুজ (৩০), মালেক এর ছেলে সজল (২৩), হান্নান এর ছেলে বিপুল (২০), আফিল মালিথার ছেলে সোহেল (২৩)। গত শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি জানার উদ্দেশ্যে আকাশের পিতা ফরহাদ উদ্দিন শেখ ও তার ভাইয়ে ছেলে ফয়ছাল সেখানে যান। বিষয়টি তাদের কাছে জানতে চাওয়া মাত্রই তাদের হাতে থাকা দেশীও অস্ত্র দিয়ে আঘাত করে এক প্রকার বেধরক মারপিট চালায় তাদের উপর। নিজেদের মান সম্মান রক্ষার্থে তারা ঐ এলাকা অতিক্রম করে নিজে এলাকা হাট পাড়াতে চলে আসে। শুধু তাই নয় বর্তমান নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের সক্রিয় সদস্য এই সমস্থ অনৈতিক কার্যক্রম চালানোর জন্য জুগিয়া উওর পাড়া গড়াই নদীর কোল সংলগ্ন চারা বট গাছের নিচে একটি আস্তাানা ঘড় তৈরি করেছে সেখানে দিনে রাতে মদ, গাঁজা ও নারীদের নিয়ে অনৈতিক কাজ চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। আর মদ এবং গাঁজা বিক্রি করা হচ্ছে সুরুজ নামের এক দোকানদারের দোকান হতে যা ঐ এলাকার অনেকেই নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে যেন কোন প্রকার আইনি আশ্রয় না নেই তার জন্য অবিরত হুমকী প্রদর্শন করে আসছিল। এবং পথে চলতে ফিরতে তাদের সাথে দেখা হলে বিভিন্ন উসকানী মূলক কথা বার্তা বলে। হটাৎ করে আজ সোমবার ২০ই এপ্রিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে বারখাদার হাট নামক স্থানে আকাশ ও বিপুলের মাজে কথা কাটাকাটি হয় এক প্রকার তারা বাগবিতন্ডে জড়িয়ে পরে। এরি ধারাবহিকতায় পূর্ব পরিকল্পিত ভাবে উপরের ৭ জন সহ তাদের সহযোগী ৮। টুটুল (৪২) পিতা; বাদশা, ৯। রনি (২৫) পিতা: নজরুল, ১০। স¤্রাট পিতা: টুটুল, ১১। আমিরুল (৫০) পিতা : মৃত মুবা সর্দার, ১২। আলতাব (৪৪) পিতা: মকবুল, ১৩। মিজান (৩০) পিতা: কাসেম, ১৪। হান্নানসহ অজ্ঞাতনামা প্রায় ৫০-৮০ জনের এক সন্ত্রাসী বহর নিয়ে সাংবাদিক নাজমুলের বাড়ির উপর হামলা চালায়। আধুনিক যুগেও যদি মধ্যযুগীয় সন্ত্রাসী তান্ডবের মুখে সাধারন মানুষ বিপদগ্রস্থ দিশেহারা হয়ে বসবাস করে তাহলে সরকারের দেয়া উন্নয়ন কার্যক্রম অতি বাধার মুখে পরবে বলে এলাকাসহ আশপাশের এলাকার সাধারন মানুষ মনে করছে। তাই এলাকার সচেতন মহল মনে করেন যে, বিষয়টি আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলের মানুষের শান্তি ফিরিয় আসবে। সেই সাথে তাদের দৃষ্টামূলক শাস্তির জোড় দাবি জানিয়েছে।