রীতি মেনে শ্রাবণ এসেছে, আসেনি বৃষ্টি

0
2776

গড়াইনিউজ২৪.কম:: পঞ্জিকা অনুযায়ী আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। এ ঋতুতে আকাশ থাকে গুরুগম্ভীর। যখন-তখন আনাগোণা থাকে জলভারী ঘন কালো মেঘের। সগর্জন মেঘবর্ষণের বিপুল দাপট চলে এই দুই মাস। তবে এবার আষাঢ়ে তেমন চিত্রের দেখা মিলেনি। উপরন্তু সারাদেশে ছিল মাঝারি মানের গরমের তীব্রতা। পর্যাপ্ত বৃষ্টি না থাকায় গরমের তীব্রতাও কমেনি। আষাঢ় গিয়ে এসেছে শ্রাবণ। আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণের সম্ভাবণা রয়েছে। ফলে দেখা যেতে পারে বর্ষার চিরায়ত স্নাত-স্নিগ্ধ রূপ। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এ সপ্তাহের শেষ পর্যন্ত জলবায়ু থাকতে পারে অপরিবর্তিত। তবে কয়েকদিনের মধ্যে দেশের কোথাও-কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর কয়েকদিন পরেই রয়েছে ভারী বর্ষণের সম্ভাবণা। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫ টা ২১ মিনিটে। এছাড়া সোমবার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।