গোপালগঞ্জে কৃমিনাশক ওষুধে ২৫ শিক্ষার্থী অসুস্থ

0
1974

গোপালগঞ্জ প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম::  গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কৃমিনাশক ওষুধ সেবনের আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের মাথা ঘোরা, পেট ব্যথা, বমিভাবসহ নানা উপসর্গ দেখা দেয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৫-১৬ বছর বয়সী সব শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচির দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ে ১৭৪ শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। তার মধ্যে ২৫ শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়। এদের মধ্যে ১৩ জনকে সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই এখন ভাল আছে। খালি পেটে কৃমির ওষুধ সেবন ও অসচেতনতার কারণে সাময়িক এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে তিনি জানান।