ভারতে প্রতিদিন ৯৫ নারী ধর্ষিত

0
2525

গড়াইনিউজ২৪.কম:: ভারতে জুড়ে প্রতিদিন ৯৫ জন নারী ধর্ষণের শিকার হন। গতকাল মঙ্গলবার দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে নারী সংক্রান্ত অপরাধে মামলা হয়েছে তিন লাখ ২৭ হাজার ৩৯৪টি। যা ২০১৪ সালের তুলনায় ৩.১ শতাংশ কম। ২০১৪ তে নারী সংক্রান্ত অপরাধে মামলা হয়েছিল তিন লাখ ৩৭ হাজার ৯২২টি। প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি মামলা হয়েছে ভারতের উত্তর প্রদেশে। মামলার সংখ্যা ৩৫ হাজার ৫২৭টি। এরপরের অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। মামলার সংখ্যা ৩৩ হাজার ২১৮টি। মহারাষ্ট্রে ৩১ হাজার ১২৬টি, রাজস্থানে ২৮ হাজার ১৬৫টি, মধ্য প্রদেশে ২৪ হাজার ১৬৫টি এবং বিহারে ১৩ হাজার ৮৯১টি মামলা হয়েছে। রাজধানী দিল্লিতে মামলা হয়েছে ১৭ হাজার ১০৪টি। পুরো ভারতে ধর্ষণের মামলা হয়েছে ৩৪ হাজার ৬৫১টি। তারমধ্যে চার হাজার ৩৯১টি ধর্ষণের ঘটনার জন্য সাংসদরা দায়ী। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে; চার হাজার ১৯৯টি। রাজস্থানে তিন হাজার ৬৪৪টি, উত্তর প্রদেশ তিন হাজার ২৫টি এবং দিল্লিতে দুই হাজার ১৯৯টি। ছয় থেকে শিশু থেকে ৬০ বছরের নারী ক্ষেত্রে এসব ধর্ষণের ঘটনা ঘটেছিল।