কুষ্টিয়ায় এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণের আগেই দুই শ্রমিকের মৃত্যু!

0
2557

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরী এলাকার বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণ হওয়ার আধাঘন্টা আগেই দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানা যায়। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকসেদুল হকের ছেলে এসএম রশিদ (৫০) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল্লাহ (৪০)। নিহত ২ শ্রমিকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন নিহত শ্রমিকের ভাই রাসেল হাসান। তিনি বলেছেন তার ভাই বয়লার বিস্ফোরণে মারা যায়নি। মিডিয়ায় যা প্রচার করা হয়েছে তা সব ছিল মিথ্যা। কারখানার কয়েকজন শ্রমিকের সাথে আলাপকালে আমাদের এই প্রতিনিধি কে জানান,২৪ এপ্রিল ঝড়ো বৃষ্টিতে প্রচুর পানি জমে এমআরএস এর বয়লার এর চালার উপরে। পানি নিস্কাশন করতে মালিক পক্ষ এক প্রকার জোর করে ৫ জন অনাভিঙ্গ শ্রমিককে তিন তলা সমান বয়লার এর চালাতে তুলে দিলে সেই শ্রমিক চালার পানি নিস্কাশন করার চেষ্টা কালে চালা ভেঙ্গে নিচে পড়ে যায় । সাথে একটি দত্তকার লোহার এঙ্গেল নিয়ে পড়ে, নিচে থাকা হতভাগ্য দুই শ্রমিকের মাথায় পড়ে এই এঙ্গেল এবং সেখানেই এসএম রশিদ ও সাইদুল্লাহ নামের এই দুইজন শ্রমিক মারা যায়। অর্থাৎ এই কারখানায় নিরাপত্তার কোন জিনিষ পরিধান না করেই সবাই কাজ করে আর এইটা কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। সূত্রে আরও জানা যায়, লোহার এঙ্গেলটি নিচে পড়ার সময় একটি তেলের পাইপকে আঘাত করে ও ৪৪০ ভোল্টের একটি ইলেক্ট্রিক বাক্সকেও আঘাত করে, দুইটাই আঘাত প্রাপ্ত ও সংমিশ্রণে এই হতভাগা দুই শ্রমিক মারা যাবার প্রায় ২০ মিনিট পরে আগুন ধরে। আগুনে ফ্যাক্টরির ক্ষতিও হয়েছে বেশ। এখানে বয়লারে আগুন ধরেনি ও আগুনে দগ্ধ হয়ে কেউ মারাও যায়নি। নিহত সাইদুলের লাশ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় নিজ বাড়ীতে নেওয়া হয় এবং এসএম রশিদের লাশ কুমারগাড়া নিজ বাসভবনে নেওয়া হয়। নিহত দু’জনের শরীরে অগিদগ্ধ হওয়ার কোন আলামত পায়নি লাশের ময়না তদন্তকারী চিকিৎসকরা। উল্লেখ্য, দূর্বল টিনের চালা পরিস্কার করতে যেয়ে কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরী এলাকার বিআরবি গ্রুপের অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান এমআরএস পাটিক্যাল ইন্ডাষ্ট্রিজে ২জন শ্রমিক নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে এমআরএস পাটিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর টিনের চালা পরিস্কার করতে ৫/৬জন শ্রমিক চালের উপর উঠে। চাল দূর্বল থাকায় পরিস্কার করতে উঠা শ্রমিকরা চাল ভেঙে গুল ক্যাডেলের উপর পড়ে যায়। তাতে করে বিদ্যুৎ এর তার ছিড়ে সট সার্কিট হয়ে বয়লারের তেলের পাইপে আগুন লেগে যায়। এতে অগ্নিকান্ডে গুল প্লান্ট, পাটিক্যাল ফরমিন মেশিন এর ক্ষয়ক্ষতিসহ বেশ কিছু পাটিক্যাল বোর্ড আগুনে পুড়ে যায়। তবে শ্রমিকেরা আশংকা করছে আরো কয়েকজন শ্রমিক মারা যেতে পারে। তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, এম আর এস পাটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিদ্যুৎ সট সার্কিট থেকে বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে বিআরবি’র চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমানের মোবাইলে বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।