ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটে পিঠা উৎসব পালিত

0
2081

গড়াইনিউজ২৪.কম:: আজ ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে পিঠা উৎসব পালিত হয় । শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাহিত বাঙালীর এই চিরচায়িত এই অনুষ্ঠান পালন করে। সকাল ১০টায় অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষণা করে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান বর্তমান প্রযুক্তির যুগে ছাত্র ছাত্রীদের বাঙালী সংস্কৃতির সাথেই পরিচিতি করিয়ে দিতেই তাদের এইপ্রয়াস । এছাড়াও অধ্যক্ষ নিহার রঞ্জন দাস আরোও জানান সন্ত্রাসবাদ জঙ্গীবাদ রুখে দিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বাঙালী সংস্কৃতি আকরে ধরা ছাড়া আর কোন বিকল্প নেই। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যাই তারা যে বাঙালী সংস্কৃতিকে ভুলতে বসেছিলেন। এই অনুষ্ঠান উদযাপন করে তারা তা উপলদ্ধি করতে পেরেছেন। পিঠা উৎসব অনুষ্ঠানের বিভিন্ন স্টল ঘুরে দেখা যাই বাঙালী ঐতিহ্যবাহী পিঠাপুলি পাকান,ঝিনুক পিঠা,কামিনী  পিঠা ,কুসুমকুমারি,তামান্না,চিতই,দুধচিতই,নকশি পিঠা, ভাপা পিঠা ,পাটীশাপ্টা। এছারাও নানান রকমের পিঠা শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করেছেন বলে তারা জানান।প্রতিষ্ঠান এর দুই জন শিক্ষার্থী মালিহা বিনতে শ্রাবনি ও তাসনিম হাসান বিথি বলেন অতিরিক্ত প্রযুক্তি থেকে আসক্তি কমাতে ও মাদকাসক্তি রোধ করতে এই ধরনের অনুষ্ঠানের কোন বিকল্প নেই । এছারাও প্রতিষ্ঠান এর মূল ফটক প্রদক্ষিন করার সময় দেখা যাই প্রযুক্তির শিক্ষার্থী হয়েও তারাও যে আল্পনা অঙ্কন করতে পারে মূল ফটক এর সামনে সেই আল্পনা তাঁরই প্রমান দেয় । দিনভর পিঠা উৎসব এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্তো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে স্টেপ বাই স্টেপ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও রেডিও ঝিনুক।